খুলনা প্রতিনিধি ঃ
রূপসায় শেখ আলী আকবর স্মৃতি সংসদের আয়োজনে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান,কেন্দ্রীয় যুব ও ছাত্রনেতা শেখ আলী আকবরের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আজ ২৩ আগষ্ট সকালে রামনগর স্পোর্টিং মাঠে অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা,খুলনা মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর আলম,সাবেক ছাত্রনেতা খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য অসিত বরন বিশ্বাস,সাবেক ছাত্রনেতা,খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ,খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, জামিল খান,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আরিফুর রহমান মোল্যা,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দীন,দপ্তর সম্পাদক আকতার ফারুক, নৈহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল,জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার,সমাজসেবক ওহিদুজ্জামান লাভু,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রুহুল আমিন রবি,রাজীব দাস টাল্টু,জেলা যুবলীগ নেতা নাসির হোসেন সজল, সরদার নুরুজ্জামান,উজ্জল দাস,প্রদীপ বিশ্বাস,যুবলীগ নেতা মোল্যা কামরুল ইসলাম,হারুন অর রশিদ, প্যানেল চেয়ারম্যান কামরুল সরদার,বাসুদেব রায় চৌধূরী,সাইদুর রহমান ছগির,কামরুজ্জামান সোহেল, বাদশা মিয়া,সুব্রত বাগচী, নোমান ওসমানী রিচি,বাদল মোল্যা,মৃনাল সরকার, জামাল ফকির,তারেক আজিজ,এম শাহনেওয়াজ কবীর টিংকু,ইসলাম শাওন,আওয়ামীলীগ নেতা আমীর আলী, আয়ূব আলী শেখ,আঃ রাজ্জাক, আঃ সালাম,সিদ্দিক শেখ,সুমন কবীর,অপু সরকার,হায়দার আলী,মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান বাবু,জহির আব্বাস, ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান তানভীর,যুবলীগ নেতা শেখ সাগর, মাসুম সরদার,আশিক ইকবাল, মানিকুল ইসলাম,ছাত্রলীগ নেতা রূদ্রনীল হালদার শুভ,আবির হোসেন হৃদয়,হিরন শিকদার,ইউনিয়ন যুবলীগ নেতা ওয়ায়েসকুরুনী বাবু, এহতেশামুল হক অপু,রেজাউল ইসলাম রেজা,আজিজুল ইসলাম,ওয়াহিদুজ্জামান আরমান মিয়া, জাফর সরদার, মেহেদী হাসাব গনি, শেখ রূবেল,তরিকুল ইসলাম,আঃ জব্বার, নিজাম উদ্দীন, কামরুজ্জামান কালু,রবি,আল মামুন এলিচ, মাসুম শেখ,শিমূল হুসাইন,ওসমান, সাব্বির,শামীন তালুকদার,রাহাদ,রাজু প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাসুদুর রহমান রউফি। এরপূর্বে শেখ আলী আকবরের কবরে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ,উপজেলা যুবলীগ,রূপসা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ,আলী আকবর স্মৃতি সংসদ ও রূপসা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন এবং কবর জিয়ারত করা হয়।
COMMENTS