এনএনবি
রাজধানীতে অনুষ্ঠানে আগত অতিথিরা চিত্র শিল্পী লিয়াকত আলীর একক চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আলীয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক মোস্তাফিজুল হক, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ এ এস এম ফিরোজ এমপি, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর প্রসিকিউটর মোঃ সুলতান মাহমুদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলী আজাদ।
অনুষ্ঠানে চিত্র শিল্পী লিয়াকত জানান, আমার বিমূর্তের মধ্যে সামঞ্জস্য খুঁজে পেতে ইচ্ছা কখনো কখনো কল্পনার মত অনুভূত হয়। একটি বিমূর্ততার ফলাফল সম্ভবত মানুষের সুখ এক ধরনের বাদ্যযন্ত্রের অলংকরণ যা সংগীত এবং আনন্দের ভরা হৃদয় । আমি যখন আমার চিত্রকর্মে হৃদয় ও সঙ্গীত এঁকেছিলাম তখন এটি ছিল আমার চিত্রকলার জীবনের শুরু। আপনি একটি পেইন্টিং এর মাধ্যমে প্রতিমূর্তি নির্মাণের স্বাদ খুঁজে পেতে পারেন । পেইন্টিংয়ের মেজাজ ছবিটিকে আরো আকর্ষণীয় করে তোলে এবং সঙ্গীত চিত্রগুলিকে একটি নতুন মেসেজ দিতে পারে যা সমসাময়িক প্ল্যাটফর্মে বিমূর্ত চিত্র গুলির জন্য একটি নতুন শৈলী হতে পারে, যা ছন্দময় বিমূর্ততার মতো দেখায়।
উল্লেখ্য, চিত্র শিল্পী লিয়াকত আলী জন্মসূত্রে বাংলাদেশী, তিনি জাপানে একজন জনপ্রিয় ফ্রিল্যান্স চিত্র শিল্পী হিসেবে পরিচিত। এর আগে তাঁর কাজ জাপান, কানাডা, যুক্তরাজ্য, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশে একক ও দলীয় প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে। লীয়াকত চায়না ন্যাশনাল ফাইন আর্টস একাডেমি, হ্যাংজু থেকে অংকন ও চিত্রকলায় তার বিএফএ সম্পন্ন করেন। শিল্পী লিয়াকত আলীর কাজের আকাঙ্খা তার বিমূর্ত উপস্থাপনায় সম্প্রীতির সন্ধান করেছেন । তার অষ্টম একক শিল্প প্রদর্শনী রদিমকি অ্যাবস্ট্রাকশন বা ছন্দময় বিমূর্ততা একটি নতুন লেন্সের মাধ্যমে আমাদের সামনে এসেছে।
প্রদর্শনী অনুষ্ঠানটি আগামী ১৩ আগস্ট পর্যন্ত চলবে। এছাড়া সোম থেকে শনিবার বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে এবং রোববার সাপ্তাহিক বন্ধ থাকবে। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান আয়োজক সংস্থা।
COMMENTS