রুকসানা রাফা,জেলা প্রতিনিধি,রংপুর
জাসদ কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু এমপিবলেছেন, রাষ্ট্র এখন হুমকিতে রয়েছে। সংবিধান ঝুকিঁতে পরেছে। রাষ্ট্র ওসংবিধান হুমকি, ঝুঁকিমুক্ত করতে হলে পাকিস্তানী ভাবধারার জামাত, জঙ্গি ওতাদের মিত্র বিএনপিকে অস্বাভাবিক সরকার তথা তালেবানী সরকার গঠন করতে দেয়াযাবে না, বিএনপি নির্বাচনের আগে নাগর দোলায় করে ক্ষমতায় যেতে চায়। তাদেরক্ষমতার বাইরে রাখতে হবে, তাদের তালেবানী রাষ্ট্র গঠনের পায়তারা রুখেদিতে হবে।মঙ্গলবার দুপুরে রংপুর টাউনহলে জাসদ আয়োজিত বিভাগীয়প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।হাসানুল হক ইনু আরো বলেন, লুটেরা চাটারদল, গুন্ডাবাজি, দলবাজী,সিন্ডিকেটবাজীর কারনে রাষ্ট্রের জনগণ দূর্ভোগে পরেছে। এই দূর্ভোগনির্মুলে বুলডোজার দিয়ে এই লুটেরা চাটারদল, গুন্ডাবাজি, দলবাজী,সিন্ডিকেটবাজী উৎখাত করতে হবে। রাষ্ট্রকে বাচাঁতে হবে জামাত, জঙ্গি ওতাদের মিত্র বিএনপিকে রুখে দিয়ে এবং রাষ্ট্রের জনগণকে দুর্ভোগ থেকেবাঁচাতে হবে লুটেরা চাটারদল, গুন্ডাবাজি, দলবাজী, সিন্ডিকেটবাজী থেকে।জাসদ সবসময় এসব নিয়ে আন্দোলন করেছে, আন্দোলন চালিয়ে যাবে। অনুষ্ঠানেবিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতারএমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন জাসদের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য ডাঃ একরামুল হোসেন স্বপন।
বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় ও জেলা এবংমহানগর পর্যায়ের নেতৃবৃন্দ। জাসদের বিভাগীয় প্রতিনিধি সভায় রংপুর বিভাগের৮ জেলা ও রংপুর মহাগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
COMMENTS