এনএনবি খুলনা ।। নদীতে ইলিশের ঘনত্ব বেড়েছে। ফলে বাজারে ইলিশের সরবরাহও বেড়েছে। তবে দর আনুপাতিক হারে না কমায় কিনতে কিছুটা হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এদিকে ইলিশ রক্ষায় সরকারের নেওয়া সময়োপযোগী পদক্ষেপের কারণেই নদ-নদীতে জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ মিলছে।
সোমবার সকাল ১০টার দিকে গল্লামারীস্থ মৎস্যবীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে আয়োজিত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি শীর্ষক পর্যালোচনাবিষয়ক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় খুলনা জেলা মৎস্য অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালে
কর্মশালায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মৎস্য সেক্টর এখন স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে মৎস্য সম্পদের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ফলে দেশে অর্থনৈতিক অগ্রগতি সাধিত হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভিত্তি সুদৃঢ় হচ্ছে।
সিটি মেয়র বর্তমান সরকারকে অতীতের যে কোন সরকারের চেয়ে দক্ষ ও দেশপ্রেমিক সরকার হিসেবে উল্লেখ করে বলেন, ইলিশ রক্ষায় সরকারের সময়োপযোগী কর্মদ্যেগের ফলে দেশে এর উৎপাদন বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয় এই সরকারের আমলে সকল ক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।
খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. তোফাজউদ্দীন আহমেদ, খুলনা মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক মো. আবু ছাইদ, খুলনা বিশ^বিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মোঃ আব্দুর রউফ। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাস, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মাহাবুর রহমান, খুলনা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক রাজ কুমার বিশ্বাস।
কর্মশালায় খুলনার পাঁচটি, বাগেরহাটের তিনটি ও কুষ্টিয়ার পাঁচটি উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা, প্রকল্পের উপকারভোগী জেলে এবং মাছ চাষের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। কর্মশালাটি সঞ্চালনা করেন ফুলতলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার
COMMENTS