এনএনবি নিউজ
ভোলা সফরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার। এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ সবাইকে নিয়ে।
এদেশ সবার রক্তে রঞ্জিত। আমারা সবাইকে নিয়ে চলবো। উৎসব সবার ধর্ম যার যার- এ ধারা অব্যাহত থাকায় আমরা সবাই এগিয়ে চলছি। এগিয়ে যাবার সৈনিক হিসেবে সকলে কাজ করছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কেউ আমাদের রুখতে পারবে না।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ভোলার লালমোহনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘শেখ হাসিনা গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মন্ত্রী। সেখানেই কথাগুলো বলেন। অনুষ্ঠানটি আয়োজিত হয় সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে।
আসাদুজ্জামান খান বলেন, যতদিন প্রধানমন্ত্রী থাকবে ততদিন বাংলাদেশ আলোকিত থাকবে। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
চলতি বছর দুর্গাপূজার আয়োজন সম্পর্কে তিনি বলেন, এ বছর পূজার নিরাপত্তায় সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। কুমিল্লার মতো ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রত্যেক ম-পে সিসিটিভি ক্যামেরা ও ভলেনটিয়ার রাখার কথা বলা হয়েছে। এ বছর পূজায় কোনো আশংকা থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা। উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন রিমন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম হাওলাদার প্রমুখ।
শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালমা ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ধলী গৌর নগর ইউনিয়ন। লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থা ও নুরুন্নবী চৌধুরী ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠান এ টুর্নামেন্টের আয়োজন করে।
COMMENTS