রংপুরে অনূর্ধ্ব-১৭ বালক-বালিকাদের নিয়ে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর রংপুর বিভাগীয় পর্যায়ের খেলা।
আজ বুধবার বিকেলে রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন । রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আব্দুল আলিম মাহমুদ,মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
বিভাগীয় পর্যায়ের এ টুর্নামেন্টে ৮ টি করে বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে।উদ্বোধনী খেলায় বালিকা গ্রুপে রংপুর জেলা টাইবেকারে ৩-২ গোলে পঞ্চগড় জেলা দলকে পরাজিত করে।বালকদের গ্রুপে রংপুর জেলা দল ১-০ গোলে পঞ্চগড় জেলাকে হারায়। আগামীকাল(১৭-১১-২২) দুইগ্রুপে ২টি করে খেলা অনুষ্ঠিত হবে। এতে নীলফামারী ও গাইবান্ধা ,লালমনিরহাট ও দিনাজপুর জেলা দল বালক ও বালিকা গ্রুপে পরস্পরের মোকাবেলা করবে।
COMMENTS