রংপুর সিটি কর্পোরেশন (রসিক)নির্বাচনে নগরবাসী জেগেছে, সবাই নৌকায় ভোট দেয়ার জন্যমুখিয়ে আছে, আমাদের বিজয় সন্নিকটে। এখানে অন্য কোন মার্কার সুযোগ নেই।রংপুরের উন্নয়নে, রসিক কে মডেল সিটি কর্পোরেশন করতেআসন্ন নির্বাচনে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকদের কাছেসহযোগিতা চেয়েছেন আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি আরো বলেন, সাংবাদিকদের মাধ্যমে সঠিক তথ্য উঠে আসবে এবং তারা সংবাদ পরিবেশনের মাধ্যমে দিক নির্দেশনা দিবেন।শুক্রবার বিকেলে রংপুর মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া আরো বলেন, প্রধানমন্ত্রী অনেক যাছাইবাচাই করে মনোনয়ন দিয়েছে, এখন আমাদের ভোটারদের কাছে যেতে হবে, আমাদের পরিকল্পনার কথা বলতে হবে, আমরা কি করতে চাই, কি করতে পারি। আপনারা জানেন,এই সিটি কর্পোরেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, তিনি রংপুরের অভূতপূর্ব উন্নয়ন করেছেন। আমরা রংপুরবাসী সেই কৃতজ্ঞতা থেকে প্রধানমন্ত্রীকে বিজয় উপহার দিতে চাই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমাদের দলের মধ্যে কোন বিভেদ নেই,অনেকেই নৌকার মনোনয়ন চেয়েছিলেন, মনোনয়ন না পাওয়ায় কোন বিভেদ নাই, হয়তো আবেগ আছে, কিন্তু সেটি শেষ কথা নয়। চেয়ার নিয়ে লড়াই মানে দলের কিংবা শেখহাসিনার সিদ্ধান্তের বাইরে লড়াই না। কেননা নৌকার প্রশ্নে কোন আবেগ নাইআমাদের। তাছাড়া রংপুর আওয়ামীলীগ এখন ঐক্যবদ্ধ।
নির্বাচনের মাঠে সবাইথাকবে, কাজও করবে। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবাই আমার পাশে আছে ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত।তিনি আরো বলেন, আমি সংসদ সদস্য ছিলাম। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মেয়র নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে উন্নয়নে বরাদ্দ নিয়ে কাজকরতে পারবো। এসময় তিনি আগামী ২৭ ডিসেম্বরে রসিক নগরবাসীর কাছে ভোট চান।এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডল, সহ-সভাপতি কায়সার রাশেদ খান শরীফ, আবুল কাশেম, যুগ্মসাধারণ সম্পাদক নওশাদ রশীদ, নিধুরাম অধিকারীসহ আওয়ামীলীগ ও সহযোগিসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ অভ্যার্থনা জানিয়ে নিয়ে আসেন।এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া রংপুরে প্রবেশ করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী জানান। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, সহ-সভাপতি এডভোকেট ইলিয়াছআহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৩ নভেম্বর আওয়ামীলীগের পক্ষ রসিক নির্বাচনেমেয়র পদে সাবেক সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে মনোনয়ন দেয়।
COMMENTS