রংপুর মহানগরীতে খাসজমি দখল ও মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে বৈশাখী যুব সংঘের এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় । গতকাল শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈশাখী যুব সংঘের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রতন।
তিনি বলেন নগরীর বোতলা মোড়ের পাশে একখন্ড জমি যার দাগ নং- ১১২৮ খতিয়ান নং- ৫৯৮ পরিমান- ৮ শতাংশ এই জমিটি বাংলাদেশ সরকারের খাসজমি। যা বিগতদিন তাজ উদ্দিনের নামে লিজ নিয়ে অত্র এলাকার মোঃ আব্দার আলী ভোগ দখল করে আসছিল। কিন্তু হঠাৎ করে গত ১৩/১১/২২ জনৈক শহিদুল ইসলাম অত্র জমি তার বাবার সম্পত্তি বলে দাবি করেন এবং দখলের চেষ্টা করেন। ইহাতে এলাকায় সহিংসতা ও হতাহতের অভাস দেখাদেয়। এমতাবস্থায় আমরা বৈশাখী যুব সংঘ এবং এলাকাবাসী একত্রে আলোচনা করে তাদের দুই পক্ষকেই সান্ত থাকায় কথা বলি এবং আইন অনুযায়ী জমি দখল নিতে বলি। তারপর ১৯/১১/২২ শহিদুল ইসলাম তার লোকজন নিয়ে জমি দখল করতে আসে। আমরা এলাকাবাসীসহ বাধা দিলে আমাদের উপর আক্রমন করেন এবং ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। পরে জানতে পারি আমাদের নামে মিথ্যা মামলাটি দেয়।
সাংবাদিক সম্মেলনে আরও জানা গেছে গত ১৯ নভেম্বর ২০২২ শনিবার সকাল আনুমানিক ৯.৩০ মিনিটে শালবন বোতলাপাড়া এলাকায় জমি-জমার জের ধরে রংপুরের কামাল কাছনা এলাকার মৃত আব্দুল কাইয়ুম এর ছেলে মোঃ সহিদুল ইসলাম গং কর্তৃক জমি-জমা সংক্রান্ত মুল ঘটনাকে এরিয়ে বৈশাখী যুব সংঘের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অত্র এলাকার আরও ৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসীয়, ভূমিদস্যু, চাঁদাবাজ, অন্যায়কারী ও আইন অমান্যকারী নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।
সহিদুল ইসলাম গং আমাদের নামে দুই লক্ষ টাকা চাঁদাবাজী মামলা বা দন্ডবিধি আইনের ৩২৩/ ৪৪৭/ ৪৪৮/ ৩৮৭/ ১১৪/ ৩৪ ধারা মতে আমাদের নামে সন্ত্রাসী ভূমিদস্যু, চাঁদাবাজ, অন্যায়কারী ও আইন অমান্যকারীর নামে মামলা দিয়ে হয়রানী করছে।সহিদুল ইসলাম মামলায় আরও অভিযোগ করেন যে তিনি নাবালক শিশু সন্তান থাকা অবস্থায় নি¤েœাক্ত তফসিল বর্ণিত সম্পত্তির সিএস, এসএ রেকর্ডীয় মালিক জৈনিক রাজীব লোচন সোম ও বরদা সুন্দরী সোমদ্বয়ের নিকট হইতে তার নিজ নামে কবলা দলিল নং- ২৬২৩৮, তাং- ৬/৯/১৯৭৬ সালে ক্রয় করেন। আপনাদেরকে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অবগত করছি যে, আদালতে এই জমি বিষয়ে মামলা চলমান রয়েছে। শহিদুল ইসলাম অত্র জমিতে পেশি শক্তি দেকিয়ে সে জমি দখলের পায়তারা করছে। কিন্তু আদালত অবমাননা করে জমিতে জোর পূর্বক কয়েকটি টিনের বেড়া দিয়ে ঘেরা দেয়ার চেষ্টা করে। সে নকল দলিল করে এই জমিনের মালিক সেজেছে।
COMMENTS