১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ¯েœহধন্য, যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনি। শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে রংপুর মহানগর যুবলীগের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর পালন করেন। রবিবার মহানগর যুবলীগের দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিলো সকাল হতে পবিত্র কোরআন তেলোয়াত, বাদ যোহর মুন্সীপাড়া কবরস্থান সংলগ্ন মুলাটোল হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল, দোয়া শেষে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এতিম/দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ। কর্মসূচীতে নেতৃত্বদেন মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মুনির বাশার ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাগর রায়, মহসিন আলী, আব্দুল খালেক, নাজমুর রহমান, নাইম রহমান ঢালী, মাইদুল ইসলাম, আহমেদ সাগর, মামুন, আবরার হোসেন,মুরাদ, রানা, ফয়সালসহ নেতৃবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক/শিক্ষার্থীরা। একই সময় মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের জন্মদিন একই তারিখে পড়ায় তার জন্যও বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সহাকারী প্রিন্সিপাল মুফতি মাজহারুল ইসলাম রহমান।
৭৫ সালের ১৫ই আগষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যারা শহীদ হয়, বিশেষ করে শহীদ শেখ ফজলুল হক মনি, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ সকলের জন্য দোয়া করা হয়।
COMMENTS