রংপুরে জেলা প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ পালিত হয়।শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম ।পরে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব জেলা প্রশাসক করেন ড. চিত্রলেখা নাজনীন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি, মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নুরে আলম মিনা, পুলিশ সুপার মো: ফেরদৌস আলী চৌধুরী, দুদক বিভাগীয় কার্যালয়ের পরিচালক, মো: আব্দুল করিম, এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি,সুশান্ত চন্দ্র খান প্রমূখ।পরে জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন করা হয় ।এসময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, স্কুলের শিক্ষার্থীগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
COMMENTS