আন্তর্জাতিক মানবাধিকার দিবস, দিবসটি উপলক্ষে রংপুরে র্যালী ও মানববন্ধন করেছেন বাংলাদেশ মেন’স রাইটন ফাউন্ডেশন, আসফ ফাউন্ডেশন, আইন সহায়তা কেন্দ্র আসকসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন। শনিবার সকালে বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশনসহ সংগঠন গুলো আলাদা ভাবে নগরীর মূল মূল সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেন। মানববন্ধনে বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ফররুখ শাহজাদ শুভ’র সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের মুখপাত্র নজরুল ইসলাম দয়া, মোখলেছুর রহমান, আল হারুন, সোহাগ, জাহিদ আলম, সোহেল, রাসেল মাহমুদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, মহিলার ন্যায় মহিলা কর্তৃক যদি কোন পুরুষ নির্যাতিত হয় সেক্ষেত্রে পুরুষ যাতে মামলা করতে পারে ও ন্যায় বিচার পায়। আইনের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার যাতে পায় সেদিকে নজর রাখতে হবে। দেখা যায় আইনের ক্ষেত্রে মহিলারা যেভাবে অগ্রাধীকার পায়, পুরুষরা পায় না। তাই সমঅধিকার রেখে আইন প্রস্তুত করতে হবে।
COMMENTS