অভিনব কায়দায় চা-পাতা ব্যবসার আড়ালে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনা গাঁজা, পরিবহনের সময় ২৪ কেজি গাঁজা সহ ১জনকে গ্রেফতার করেছে র্যাব-১৩ রংপুর ও ক্রাইম প্রিভেনশন কোম্পানী -১ দিনাজপুরর্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ রংপুর এবং ক্রাইম প্রিভেনশন কোম্পানী -১ দিনাজপুর এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,দিনাজপুর জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত রেলওয়ে ষ্টেশন রোডস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধ মাদক গাঁজা গ্রহন করে কতিপয় মাদক ব্যবসায়ী অন্যত্র বিক্রয়ের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আশপাশে অবস্থান করতেছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের যৌথআভিযানিক দলটি ৯ ডিসেম্বর দিনাজপুর জেলার সদর কোতয়ালী থানার অন্তর্ভুক্ত পৌরসভার অর্ন্তগত ষষ্ঠিতলা রেলওয়ে স্টেশন রোডের সুন্দরবন কুরিয়া সার্ভিস এর মেইন গেইটের সামনে অবস্থান নেয়।এ সময় চা-পাতার বস্তার ভিতর থেকে ২৪ কেজি উদ্ধার করে র্যাব। এ সময় ১ জন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় যৌথ আভিযানিক দলটি।গ্রেফতারকৃত মোঃ মারুফ পুতুল (৪৫) দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন দক্ষিন সুজালপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন ধরে পরস্পর যোগসাজসে অতি গোপনে অভিনব কায়দায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা-পাতার ব্যবসার অন্তরালে চা-পাতার সাথে অভিনব কায়দায় তাদের সহযোগী সিন্ডিকেটের সহায়তায় সিলেটের শ্রীমঙ্গলথেকে এনে স্থানীয় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল মর্মে স্বীকার করেছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
COMMENTS