রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন প্রার্থীর আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগকে মিথ্যা দাবি করেছেন জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, শুধু আমার বিরুদ্ধেই সবার অভিযোগ যে আমি আচরণবিধি ভাঙছি, কিন্তুএটা ফেক (মিথ্যা) অভিযোগ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে নগরীর সিও বাজারে গণসংযোগ চলাকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মোস্তফা বলেন, তারা বুঝতে পারছে যে ফলাফলটা একরকম তৈরি হয়ে গেছে। এ সময় অভিযোগ করে তারা আমার অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। আমি এগুলোকে অভিযোগ মনে করি না। আমাদের কাছে তো নির্বাচনী আইন আছে সেগুলো মেনেই নির্বাচন পরিচালনা করছি। আমরা পাঁচজন আসছি এখানে যদি ২৪ জন লোক যে তাহলে আমি এটাকে কিভাবে রোধ করব। এটাকে যদি আচরণবিধি লঙ্ঘন মনে করেন তাহলে এটা ঠিক হবে না।
সদ্য বিদায়ী এই মেয়র বলছেন, কোথাও গণসংযোগ করতে গেলে এখানে স্থানীয় লোকজন ভিড় করছে। পেছনে পেছনে মানুষ মোটরসাইকেল নিয়ে ঘুরছে। পথসভাগুলোতে লোক বেশি হওয়ায় জনসভা করার যে অভিযোগ উঠেছে তা নিছক মিথ্যা। অন্য প্রার্থীর জনসভায় তো লোকই হয় না, আমার জনসভায় লোক আসলে আমি কি করব?
তিনি বলেন, মানুষের আবেগ-উচ্ছ্বাস দেখে, এরশাদের প্রতি ভালোবাসা দেখেই বোঝা যাচ্ছে এবার লাঙ্গল মার্কা গত নির্বাচনের চাইতে বেশি ভোটের ব্যবধানে জিতবে।এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, যুব সংহতির জেলা সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফসহ জাতীয় পার্টি নেতৃবৃন্দ।
এদিকে বরাবরই আওয়ামীলীগের নৌকা প্রতিকের মেয়র প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া গণমাধ্যমে মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগ করে আসছেন।
অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচনী প্রচারণা করছি অথচ মোস্তফা সাহেব মোটরসাইকেলের শোডাউন করে জনসভা করে বেড়াচ্ছেন, যা রীতিমত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। নির্বাচন অফিস এগুলে ওভারলুক করছেন। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ। দলের নেতাকর্মীরা প্রচারণায় সঙ্গে থাকার জন্য বারবার চাপ দিচ্ছে আমরা নির্বাচনী আইনভঙ্গ হওয়ার ভয়ে তাদের না করে দিচ্ছি। কিন্তু অন্যরা, কোন কিছুই তোয়াক্কা করছেন না।
রংপুর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন জানান, আমর সব বিষয় নজরে রাখছি। অনেক অভিযোগ এসেছে। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। যারা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় নেই।
COMMENTS