মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা,ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধণা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার বিকেলে পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, বিশেষ অতিথি রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আব্দুল আলীম মাহমুদ, পুলিশ কমিশনার মোঃ নূরে আলম মিনা, পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, এবং রংপুর মহানগর বাংলাদেশ আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন বাচ্চু । উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ।এতে বক্তব্য রাখেন রংপুরে ভাষা আন্দোলনে নেতৃত্ব দানকারী একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক মজিবর রহমান মাস্টার এবং মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল প্রমূখ ।
পরে বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিকদের সংবর্ধনা এবং দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশীত হয় ।
এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে মঙ্গলবার বিভাগীয় প্রশাসনের পক্ষে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন , রংপুর বিভাগীয় কমিশনার, মো: সাবিরুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাফা, জেলা প্রশাসনের পক্ষে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফেরদেীস আলী চৌধুরী ।
রংপুর সিটি কর্পোরেশন এর ব্যবস্থাপনায় রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদন জন্য শহিদ মিনারে সকালে স্কুল , কলেজ ,ছাত্র ছাত্রী ,রাজনৈতিক , পেশাজীবী সংগঠনের পক্ষে থেকে পুস্প মাল্য অর্পণ করা হয় । পরে শহিদ মিনার চত্বরে বিভিন্ন সংগঠন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ভাষাদিবস পলন করে ।এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলা ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া ভাষা-শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক র্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ।শোক র্যালিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্কের মোড় হয়ে শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়। এরপর শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগ, আবাসিক হল, ইনস্টিটিউট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, তৃতীয় শ্রেণি কর্মচারী অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, বেরোবি শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
অপর দিকে ২১ শের প্রথম প্রহরে রংপুর জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে রংপুর টিটিসির সেমিনার কক্ষে"শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" ২০২৩ এর আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন রংপুর টিটিসির সুযোগ্য অধ্যক্ষ মোঃ নাজমুল হক। উক্ত আলোচনা ও দোয়ায় কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ অংশগ্রহণ করেন
COMMENTS