মহান স্বাধীনতা অর্জনের এই মাসে রংপুরে শুরু হলো আট দিন ব্যাপি জেলা বইমেলা। রোববার সকালে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে নগরীর টাউন চত্বরে ফিতা কেটে বেলুন উড়িয়ে প্রানের এই মেলার উদ্ভোধন করেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। পরে জেলা প্রশাসক ড,চিত্রলেখা নাজনীন এর সভাপতিত্বে বইমেলা প্রাঙ্গনে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল আলীম মাহমুদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, পুলিশ সুপার ফেরদ্যেস আলী চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি মাহবুব রহমান হাবু, লেখক ডা, মফিজুল ইসলাম মান্টু,মেট্রাচেম্বার সভাপতি রেজাউল ইসলাম মিলন, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম প্রমূখ । এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও কবি সাহিত্যক,লেখক এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থিরা। এসময় মেলার বিভিন্ন বইয়ের ষ্টল পরিদর্শন করেন আগত অতিথিবৃন্দরা।
COMMENTS