তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে গতকাল শনিবার বিকেলে রংপুর সিটি করপোরেশন কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়েছে। এর আগে একই দাবিতে নগর ভবন মিলনায়তনে সংহতি সবার আয়োজন করা হয়। এসময় মে মাসের দিকে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে রংপুর বিভাগীয় সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এতে তিস্তা কর্তৃপক্ষ গঠনের দাবি জানানো হয়।
কর্মসূচি চালাকালে বক্তব্য দেন, রংপুর সিটি করপোরেশন মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী, সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, অধ্যাপক মোজাহার আলী, শফিকুল ইসলাম কানু, কমিউনিস্ট পার্টির শাহাদৎ হোসেন, বাসদের আব্দুল কুদ্দুস প্রমূখ।
নেতৃবৃন্দ ভারতের পশ্চিমবঙ্গ সরকার তিস্তা নদীর পাশে আরো দুটি খাল খননের পরিকল্পনা নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তারা অবিলম্বে খাল দুটি খনন পরিকল্পনা বাতিলের দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক সিন্ধান্তহীনতার কারণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছেনা। ভারত নতুন দুটি খাল নতুন করে খনন করলে উত্তরাঞ্চল মরভূমিতে পরিনত হবে। তারা পদ্মাসেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, জলাধার নির্মাণ ও তিস্তা কর্তৃপক্ষ গঠনের দাবি জানান।
COMMENTS