বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, পুলিশ বাহিনী এদেশের দেড়শ বছরেরও ঐতিহ্যবাহী একটি বাহিনী। অতীতে তারা বহুবার নির্বাচনী দায়িত্ব পালন করেছে, এই বাহিনীর জনবল আছে, প্রশিক্ষণ আছে , লজিস্টিক সাপোর্ট আছে এবং আছে অভিজ্ঞতা। কাজেই সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার যে চ্যালেঞ্জ তা মোকাবেলায় পুলিশ প্রস্তুত আছে।
গতকাল বৃহস্পতিবার সকালে তিনি রংপুরে পুলিশ লাইন্সে মাল্টিপারপাস অডিটোরিয়াম, পুলিশ ট্রেনিং সেন্টারে একাডেমিক ভবন উদ্বোধন ও পুলিশ মেসের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
আইজিপি বলেন, নির্বাচনকালে নির্বাচন কমিশন পুলিশ বাহিনীকে যে দায়িত্ব নিবে তা সুষ্ঠুভাবে পালনের জন্য পুলিশ বাহিনীর প্রস্তুত আছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বাংলা নববর্ষ উদযাপনের ব্যাপারে কোন অপ্রীতিকর ঘটনা ঘটার গোয়েন্দা তথ্য নেই। তারপরও পুলিশ বাহিনী শতভাগ প্রস্তুত রয়েছে যেকোনো পরিস্থিতি মোকাবেলায়। এসময় পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, দেশ জঙ্গিবাদ দমনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠার আগেই আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। তাই দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমূখ পুলিশের কর্মকর্তারা।
এর আগে তিনি পুলিশ অফিসার্স মেস ও পুলিশ ট্রেনিং সেন্টারের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে রংপুর পুলিশ লাইনসে বৃক্ষরোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে পুলিশ প্রধান রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে রংপুর বিভাগের পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সভায় এই বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
উল্লেখ্য, রংপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলরুম কল্যাণ ফান্ড নির্মাণে মোট ব্যয় হয় দুই কোটি চৌত্রিশ লক্ষ তেত্রিশ হাজার সাতশত পঁচাত্তর টাকা। এছাড়াও ১০ তলা বিশিষ্ট ট্রেনিং সেন্টার ১৯ কোটি ১৮ লাখ ও ৬ তলা বিশিষ্ট পুলিশ অফিসার্স মেস ১৯ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।
COMMENTS