রংপুর থেকে রুকসানা রাফা
১৭ মে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র স্বদেশ প্রত্যাবর্তন দিবস, দিবসটি পালন করেন রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন।
বুধবার সকালে নগরীর বাবুপাড়াস্হ মেঘনা পেট্রোলিয়াম সংলগ্ন রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাজাদা আরমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ইদ্রিস আলী, বিভাগীয় ট্যাংকলরী ইউনিয়নের উপদেষ্টা সাইদ পারভেজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান মংলা, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলাউল মিয়া (লাল্লু)। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যসহ গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন পাঠের মাধ্যমে শুরু হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী ও দেশে ফেরার সময়ের আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পরিবার ও যারা ১৯৭৫ এর কালো রাত্রিতে জীবন দিয়েছেন তারাসহ শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
COMMENTS