পাবনায় অসহায় প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের সুবিধা বঞ্চিত নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শহরের মিডিয়া সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, উন্নয়ন কর্মি কামাল সিদ্দিকী, প্রতীক মহিলা ও শিশু সংস্থার নির্বাহী পরিচালক এসএম সাইফুর রহমান, মেয়েদের জন্য নিরাপদ নাগরিত্ব'র সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আখতার, থার্ড জেন্ডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশেনর সভাপতি মিতুল, নারী উদ্যোক্তা অনুজা সাহা, দোগাছী ইউনিয়নের মহিলা কাউন্সিলর মরিয়ম খাতুন প্রমুখ। অসহায় প্রতিবন্ধীদের সুসংগঠিত করতে সহায়তা করেন প্রতীক সংস্থা ও উন্নয়ন কর্মি সাংবাদিক কামাল সিদ্দিকী।
এনএনবি নিউজ/ডিকে