ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লেভেল রেলক্রসিং এ ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী ঠাকুরগাঁও জেলা জজ কোর্টের দুই জারিকারক রুহুল আমিন (৪০) ও অবসরপ্রাপ্ত (পিআরএল) জারিকারক আব্দুস সোবাহন (৬০) নিহত হয়েছেন। রুহুল আমিন জেলার সদর উপজেলার সালন্দর দেওগা গ্রামের মৃত আয়নাল শেখের ও আব্দুস সোবাহন একই উপজেলার আকচা কাজীপাড়া গ্রামের মৃত কলিম উদ্দীনের পুত্র। সোমবার সকাল সোয়া ৯টার দিকে পীরগঞ্জ রেল স্টেশনের কাছে অরক্ষিত লেভেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ স্টেশন মাস্টার মুক্তার হোসেন জানান, ৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকা যাওয়ার সময় পীরগঞ্জ স্টেশনে ঢুকার আগেই স্টেশনের উত্তর দিকে লেভেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় দুই মোটরসাইকেল আরোহী ট্রেনের ধাক্কা খেয়ে রেল লাইনের উপরে পড়ে যান। এতে ট্রেনে কাটা পড়ে দুই আরোহীই ঘটনাস্থলে মারা যায়। স্টেশন মাস্টার জানান, এসময় ট্রেনের ইঞ্জিনের মোটরসাইকেলটি আটকা পড়লে ট্রেনটি ঘটনাস্থলেই থেমে যায়। দমকল বাহিনীর পীরগঞ্জ ইউনিটের কর্মিরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আটকাপড়া মোটরসাইকেলটি কেটে ট্রেনের ইঞ্জিন থেকে বের করেন। এতে ঢাকাগামী দ্রুতযান ট্রেনটি পীরগঞ্জ রেল স্টেশনে প্রায় দুই ঘন্টা আটকা পড়ে। অপর দিকে থেকে আসা ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটিও প্রায় একঘন্টা পরে পীরগঞ্জ স্টেশনে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জজ কোর্ট সূত্র জানায়, কোর্টের আদেশ জারি করতে নিহতরা পীরগঞ্জে এসেছিলেন।
ঘটনার খবর পেয়ে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, ইউএনও রেজাউল করিমসহ জেলা জজশীপের কয়েকজন বিচারক ও জেলা এবং উপজেলা পর্যায়ের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করেন।
এনএনবি নিউজ /ডিকে