আলফা ক্যামেরা বহনে স্বক্ষম বিশ্বের সবচেয়ে ছোট ড্রোন দেখিয়েছে সনি। ২০২১ সালের বসন্তে পেশাদার ফটোগ্রাফি এবং ভিডিও প্রোডাকশনের নতুন ব্যবসায়িক খাতকে লক্ষ্য করে এই ড্রোনটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, সনির এআই রোবটিকসের অংশ এয়ারপিক ড্রোনটি আলফা ক্যামেরা বহনে স্বক্ষম বিশ্বের সবচেয়ে ছোট ড্রোন।
সিইএস ২০২১ চলাকালীন মঙ্গলবার এক বিবৃতিতে সনি বলেছে, "ভিডিও নির্মাতাদের সৃজনশীলতায় পরিপূর্ণ সমর্থন দিতে ড্রোনটি আলফা মিররলেস ক্যামেরা বহনে স্বক্ষম, যা উচ্চমানের, ফুল ফ্রেইম এরিয়াল ফটোগ্রাফি ও ভিডিও ধারণ করতে পারবে।"
ডায়নামিক চিত্র ধারণ এবং স্থির উড্ডয়ন করতে পারে এই ড্রোনটি। বিনোদনের বিশ্বে সৃজনশীল অভিজ্ঞতার নতুন সম্ভাবনা আনার লক্ষ্যেই ড্রোনটি বানানো হয়েছে বলে দাবি সনির।
ড্রোনটির বিষয়ে খুব বেশি বিস্তারিত না জানালেও ইতোমধ্যেই প্রাকৃতিক দৃশ্য এবং শহরের চিত্র ধারণে ড্রোনটি ব্যবহার করছে সনি।
ভিশন-এস কনসেপ্ট গাড়িকে অনুসরণ করে ভিডিও ধারণ করতেও দেখা গেছে এয়ারপিক ড্রোনটিকে।
২০২০ সালের শেষ নাগাদ প্রথম এয়ারপিক ব্র্যান্ডের ঘোষণা করে সনি।
এনএনবি নিউজ/ ডিকে