স্বাধীনতা, উন্নয়ন ও বঙ্গবন্ধুর প্রতীক নৌকা। চট্টগ্রামসহ দেশে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের কাছে ‘নৌকা’ মার্কায় ভোট চাইলেন বীর মুক্তিযোদ্ধার সন্তানরা। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে নগরীর বিভিন্নস্থানে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। সিরাজদ্দৌল্লা রোডের দিদার মার্কেট থেকে গণসংযোগ শুরু হয়ে দেওয়ান বাজার, ডিসি রোড ও চকবাজারে শেষ হয়। এর পর দিদার মার্কেট, হাজী শফি চত্বর ও ধুনিরপুলে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের স্বাক্ষী কাজী নুরুল আবছার, কোতোয়ালি থানা কমান্ডার সৈৗরিন্দ্র নাথ সেন, ১৭ নং ওয়াডের্র আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব শহিদুল আলম, মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর ছোট ভাই নজরুল করিম চৌধুরী, আওয়ামী লীগ মনোনীত ১৭,১৮ ও ১৯ নং সংরক্ষিত ওয়াডের্র কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আক্তার রুজি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক শাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব, সদস্য সচিব কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, যুবলীগ নেতা আমিনুল ইসলাম আজাদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান আবু শাঈদ মাহমুদ রণী, রিপন চৌধুরী, বিবি গুল জান্নাত, সৈয়দ মঈনুল আলম সৌরভ, জয়নুদ্দিন জয়, সাইকা দোস্ত, সাইফুল্লাহ মাহমুদ, নুর আলম, নিলয় সকুর অনিক, শফিকুল মুনির, মো টিটু, মাসুদ প্রমুখ।
এনএনবি নিউজ/ ডিকে