সময়ের জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্তর জন্মদিন ২১ ফেব্রুয়ারি। অতি অল্প সময়ে হাতেগোনা কয়েকটি নাটকে ব্যতিকমী চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এর মধ্যে যেই লাউ সেই কদু, মধ্যরাতের সেবা, বরিশাল টু ঢাকা, ছোট ভাই, আমার বাবা, মানবতা, প্যারোলে মুক্তি অন্যতম। ভালোবাসা দিবসে বৈশাখী টিভিতে প্রচারিত ‘প্যারোলে মুক্তি’নাটক গত চারদিন আগে ইউটিউবে আপ করার পর এর ভিউয়ার্স সংখ্যা প্রায় তিন লক্ষাধিক। নিজের জন্ম দিন নিয়ে রাশেদ সীমান্ত বলেন, এ দিনটি কখনোই পালন করি না আমি। তবে ভক্ত শুভাকাঙ্খীদের শুভেচ্ছা আমাকে আবেগ আপ্লুত করে তোলে। রাত ১২টা ১ মিনিট থেকে পুরোদিন ভক্ত, শুভাঙ্খীদের সাথে কথা বলেই কেটে যায়। এমন সুন্দর জীবনের জন্য মহান আল্লাতায়ালার প্রতি অশেষ কৃতজ্ঞতা।
এনএনবি নিউজ/ ডিকে
|