মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল-২১ ফেব্রুয়ারি ২০২১ ইংরেজি রোববার সকাল ৮টায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নূরুল আবছার ভূঁঞার নেতৃতে একাডেমি কার্যালয়ে অস্থায়ীভাবে তৈরীকৃত শহিদ মিনারের প্রতিকৃতিত্বে একাডেমি, শিশু বিকাশ কেন্দ্র ও ন্যাশনাল চিলড্রেন’স ট্রাস্কফোর্স (এনসিটিএফ) প্রতিনিধিদের পুস্পস্তবক অর্পণ এবং সকাল পৌণে ৯টায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নূরুল আবছার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত ভাষা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সংবাদ সংস্থা এন.এন.বি’র চট্টগ্রাম প্রধান সাংবাদিক রনজিত কুমার শীল, শিশু বিকাশ কেন্দ্রের ঠিকাদার মোঃ আলমগীর, একাডেমির ডাটা এন্ট্রি অপারেটর মোঃ আবদুল খালেক ও লাইব্রেরিয়ান কুমকুম বড়–য়া। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শিশু একাডেমি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এনএনবি নিউজ/ ডিকে